যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ | সারা সপ্তাহের খবর

যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ-খবর দিয়ে শুরু করছি আর্থনীতি গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ব্যাংক এশিয়ায় নতুন এএমডি এ এন এম মাহফুজ

বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজিম এ চৌধুরী। এর আগে তিনি মেঘনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ছিলেন ইস্টার্ন ব্যাংকে।

যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 

যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ | সারা সপ্তাহের খবর

 

বেসরকারি খাতের যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শীর্ষ পর্যায়ের চারজন কর্মকর্তা অভিনব উপায়ে ৯৩ জন গ্রাহকের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অভিযোগে বলা হয়, গ্রাহকদের বলা হয়েছিল কোম্পানিতে স্থায়ী আমানত (এফডিআর) রাখলে উচ্চ সুদ পাওয়া যাবে। গ্রাহকেরা সেই আশ্বাসে টাকা রাখেনও। পরবর্তী সময়ে গ্রাহকেরা দেখতে পান তাঁদের অগোচরেই ওই টাকা বিমা পলিসিতে রূপান্তর করা হয়েছে। আবার বিমা পলিসিগুলোও কার্যকর নয়। চট্টগ্রামভিত্তিক এ গ্রাহকদের টাকাগুলো মূলত আত্মসাৎ করা হয়েছে।

মূল্যবৃদ্ধি ঠেকাতে গম রপ্তানি বন্ধ রাখবে ভারত 

আর এক বছর পরই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে নতুন করে গম ও অন্যান্য প্রধান খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি হোক, তা চাইছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এ জন্য সরকার গম পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং মজুতের সীমা বেঁধে দেওয়াসহ সব ধরনের বিকল্প খতিয়ে দেখছে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিভক্ত হচ্ছে না এইচএসবিসি,কার্যক্রম চলবে আগের মতো

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ভাঙার বিপক্ষে মত দিয়েছেন বেশির ভাগ বিনিয়োগকারী। ফলে আপাতত বিভক্ত হচ্ছে না বহুজাতিক এ ব্যাংক। ০৫ মে শুক্রবার ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত এইচএসবিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।  এইচএসবিসির চেয়ারম্যান মার্ক টাকার বলেছেন, এশিয়ার কার্যক্রমকে পৃথক করার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য এইচএসবিসির বেশির ভাগ শেয়ারধারী তাঁকে ও বোর্ডকে সমর্থন করেছেন।

১০ মাসের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতে 

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। গত ২৮ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুসারে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৮০ কোটি মার্কিন ডলারে। ০৫ মে শুক্রবার প্রকাশ করা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

চাহিদা বেড়েছে সৌদি রিয়ালের

 

যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ | সারা সপ্তাহের খবর

 

হজ আসন্ন হওয়ায় সৌদি আরব–যাত্রা বেড়ে গেছে। হজের কারণে সৌদি-বাংলাদেশ বিমান চলাচলও যেকোনো সময়ের তুলনায় বাড়ছে। এর প্রভাব পড়েছে সৌদি মুদ্রা রিয়ালে। গত তিন মাসে ব্যাংকে সৌদি রিয়ালের দাম বেড়ে গেছে প্রায় দুই টাকা। আর এক বছরের ব্যবধানে প্রতি রিয়ালের দাম বেড়েছে সাত টাকার বেশি। ব্যাংকের পাশাপাশি রিয়ালের দাম বেড়েছে খোলাবাজারেও। ফলে হজযাত্রীদের খরচ বেড়ে গেছে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো খোলাবাজার ও মানি চেঞ্জারের চেয়ে ব্যাংকে প্রতি রিয়ালের দাম এক থেকে দেড় টাকা বেশি।

বাংলালিংকের আয় বেড়েছে ১৭.৭ শতাংশ

২০২৩ সালের প্রথম প্রান্তিকে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের আয় বেড়েছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রকাশিত ২০২৩ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বাংলালিংকের আয় আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬২ কোটি টাকায় উন্নীত হয়েছে।

রাশিয়ার জ্বালানি তেল নিয়ে চীন–ভারতের টানাটানি

এপ্রিল মাসেও ভারত সবচেয়ে বেশ জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। এতে গত মাসে ভারতের জ্বালানি তেল আমদানির ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে। কিন্তু একই সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানির প্রবৃদ্ধিও কমে গেছে, মার্চে যা ছিল মাত্র ৪ শতাংশ। মূলত চীনের জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভারতে রাশিয়ার তেল আসার প্রবৃদ্ধি কমেছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Comment