[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস | সারা সপ্তাহের খবর

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিসের খবর দিয়ে শুরু করছি আর্থনীতি গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস | সারা সপ্তাহের খবর

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস | সারা সপ্তাহের খবর

 

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস

ভারতের পাঞ্জাব রাজ্যে সরকারি কার্যালয়ে সকাল সাড়ে সাতটা থেকে কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মাসের শুরু থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর দ্য ইকোনমিক টাইমসের শনিবার পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় খুলবে ও বেলা ২টায় বন্ধ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

সংকটে পড়া ছয় ব্যাংকে তারল্য জোগাচ্ছে রপ্তানি সহায়ক তহবিল

বৈশ্বিক সংকটে রপ্তানি খাতকে চাঙা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। মূলত রিজার্ভের ডলার দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ওপর চাপ কমাতে গঠন করা হয় কম সুদের এই রপ্তানি সহায়ক তহবিল। তবে গত তিন মাসে রপ্তানি সহায়ক তহবিলের ঋণের সুবিধা মূলত নিয়েছেন তারল্য-সংকটে পড়া ছয় ব্যাংকের গ্রাহকেরা। সব মিলিয়ে এসব ব্যাংক পেয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা।

রুবলের দর এক বছরের মধ্যে সর্বনিম্ন

ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হয়েছে। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসের পর রুবলের দর এখন সবচেয়ে কম। গতকাল শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুবলের দর পড়েছে ১ দশমিক ১ শতাংশ আর ইউরোর বিপরীতে রুবলের দরপতন হয়েছে ১ শতাংশ।

৩ বছরে ৭৭.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে পাকিস্তানকে

বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান। ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকেছে দেশটির মুদ্রা রুপির দর। এর মধ্যেই জানা গেল, আগামী তিন বছরে পাকিস্তানকে বড় অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসের (ইউএসআইপি) সূত্রে ভারতের এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তানকে ৭৭.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করতে হবে খুবই ঘনিষ্ঠ দুই দেশকে—চীন ও সৌদি আরব।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

গুগলের লন্ডন কার্যালয়ে ধর্মঘট

দেশে নিত্যপণ্যসহ প্রায় সব ধরনের খাদ্যের দাম বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যই বলছে, মার্চে গড় মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তির খবর না থাকলেও প্রবাসী আয় ছয় মাস পর ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।

ভারতে রেপো হার সাড়ে ৬ শতাংশে স্থির রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

গত ১১ মাসে টানা ছয়বার রেপো সুদের হার বাড়িয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়ে দেশটিতে সর্বশেষ রেপো সুদহার দাঁড়ায় ৬ দশমিক ৫ শতাংশে। এই হার আরও বাড়ানো হতে পারে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা ছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে সর্বশেষ হারকেই ধরে রেখেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ পাবেন

ঈদের আগে পুড়ে যাওয়া বঙ্গবাজারের ব্যবসায়ীরা যেন সাময়িকভাবে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সে জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে বঙ্গবাজার পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

 

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস | সারা সপ্তাহের খবর

 

ফেব্রুয়ারি মাসে আমদানি কমেছে ৩৮%

ডলার–সংকট ও ঋণপত্র খোলায় কড়াকড়ির কারণে ফেব্রুয়ারি মাসে দেশে আমদানি কমেছে ৩৮ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারি মাসে আমদানি হয়েছিল ৮৩২ কোটি ডলারের পণ্য ও সেবা। এ বছরের ফেব্রুয়ারিতে যা ৫১৪ কোটি ডলারে নেমে এসেছে। আমদানিতে এখন প্রতি ডলারে ব্যয় হচ্ছে প্রায় ১০৬ টাকা। রপ্তানি বিল নগদায়ন হচ্ছে ১০৫ টাকায় আর ব্যাংকগুলো প্রবাসী আয় কিনছে সর্বোচ্চ ১০৭ টাকায়।

আরও দেখুনঃ

Leave a Comment