[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

এমিরেটস এর রেকর্ড পরিমাণ মুনাফা | সারা সপ্তাহের খবর

এমিরেটস এর রেকর্ড পরিমাণ মুনাফা -খবর দিয়ে শুরু করছি আর্থনীতি গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

এমিরেটস এর রেকর্ড পরিমাণ মুনাফা

 

Economics Logo
Economics Logo

 

বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি বিমান সংস্থাটি ১০ দশমিক ৬ বিলিয়ন দিরহাম বা ২ দশমিক ৯ বিলিয়ন (২৯০ কোটি) মার্কিন ডলার মুনাফা করেছে। আগের বছর বিমান সংস্থাটি ৩ দশমিক ৯ বিলিয়ন দিরহাম লোকসান দিয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি কোভিড– ১৯ মহামারি–সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ায় ভ্রমণ–পর্যটন চাহিদা যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক গন্তব্যগুলোতে আবার এমিরেটসের ফ্লাইট তথা উড্ডয়ন বৃদ্ধি পেয়েছে। এর ফলে এমিরেটসের মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে।

আগামী বাজেটে কৃচ্ছ্র সাধন নীতি অবলম্বনের পরামর্শ প্রধানমন্ত্রীর

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে তদারকির ব্যবস্থা জোরদারের পাশাপাশি বিদেশ থেকে প্রতিশ্রুত অর্থের প্রাপ্তি ও তার ব্যবহার বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভর্তুকি কমানোরও তাগিদ দিয়েছেন। সব মিলিয়ে তিনি নতুন বাজেটে কৃচ্ছ্রসাধন নীতি অবলম্বনের পক্ষে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বুধবার রাতে ঢাকায় গণবভনে প্রধানমন্ত্রীর কাছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সারসংক্ষেপ তুলে ধরলে তিনি এসব নির্দেশনা দেন বলে জানা গেছে। আগামী ১ জুন জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে

যুক্তরাষ্ট্রে গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ হারে। দুই বছরের মধ্যে এই প্রথম দেশটির মূল্যস্ফীতির হার ৫ শতাংশের নিচে নামল। এপ্রিল মাসের এই হিসাব অবশ্য গত বছরের এপ্রিল মাসের সাপেক্ষে। এনবিসি নিউজ ডটকম যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর সূত্রে এ তথ্য দিয়েছে। তারা আরও জানিয়েছে, এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া আগের মাস, অর্থাৎ চলতি বছরের মার্চের সাপেক্ষে খাদ্য মূল্যস্ফীতি কার্যত কমেছে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানিবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫ শতাংশ, অর্থনীতিবিদেরা অবশ্য তেমনটি ভেবেছিলেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

রাশিয়ার তেল কিনছে পাকিস্তানও, দাম শোধ করতে চায় চীনা মুদ্রায়

রাশিয়া থেকে কম দামে তেল কিনতে শুরু করেছে পাকিস্তান। এক কার্গো তেলের কার্যাদেশ দিয়েছে তারা, তবে তারা দীর্ঘ মেয়াদে চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়া থেকে তেল কিনতে চায়। প্রথম কার্গোর তেল তারা ডলারে কিনছে। এ–বিষয়ক ব্লুমবার্গের সংবাদ ইকোনমিক টাইমস প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চীনের সঙ্গে পাকিস্তানের মুদ্রা বিনিময় চুক্তি থাকায় পরবর্তী সময়ে রাশিয়ার তেল ইউয়ানে কিনতে চায় তারা। দেশটির মন্ত্রী খুররম দস্তগীর গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

টিসিবিও কেজিতে ১০ টাকা বাড়াল চিনির দাম

ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি প্রতি মাসে একবার করে দেশের এক কোটি পরিবারের মধ্যে এক কেজি চিনি ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকে। এত দিন এ চিনির দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা। তবে নতুন দামে টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।

আর্জেন্টিনায় ৩০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি এপ্রিলে

 

এমিরেটস এর রেকর্ড পরিমাণ মুনাফা | সারা সপ্তাহের খবর

 

আর্জেন্টিনার মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে। ২০২২ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে দেশটির মূল্যস্ফীতি ১০৮ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা আর্জেন্টিনার ইতিহাসে ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। মার্চ মাসেও তা ১০০ শতাংশের ওপরে ছিল। আর্জেন্টিনার পরিসংখ্যান ইনস্টিটিউটের সূত্রে শুক্রবার এ তথ্য জানিয়েছে চ্যানেলনিউজএশিয়া ডটকম। তবে চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত আরও বেড়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ৫ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ আরও ৭১৯ কোটি ডলার বেড়ে ৫৯৫ দশমিক ৯৭ বিলিয়ন বা ৫৯ হাজার ৫৯৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ ভারতের রিজার্ভ বাড়ল। ৫ মে শেষ হওয়া সপ্তাহের আগের সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৫৩ কোটি ডলার বেড়ে দাঁড়ায় ৫৮৮ দশমিক ৭৮ বিলিয়ন বা ৫৮ হাজার ৮৭৮ কোটি ডলার। একই সঙ্গে দেশটির স্বর্ণ মজুতের পরিমাণও বেড়েছে। ৫ মে শেষ হওয়া সপ্তাহে মজুত স্বর্ণের মূল্যমান বেড়েছে ৬৫ কোটি ডলার।

আরও পড়ূনঃ

Leave a Comment