বাংলাদেশকে ১২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক -খবর দিয়ে শুরু করছি আর্থনীতি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
বাংলাদেশকে ১২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের ৩টি প্রকল্পে ১২৫ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক, যা দেশীয় মুদ্রায় ১৩ হাজার ৩৭৫ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় ২৭ এপ্রিল বৃহস্পতিবার এ অর্থায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এ সভায় আগামী পাঁচ বছর (২০২৩-২৭) বাংলাদেশের ঋণসহায়তার কৌশল নিয়েও আলোচনা হয়। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিমানযাত্রায় এসেছে ৪৫ হাজার কোটি টাকার সোনা
বিদেশ থেকে বাংলাদেশে আসা বিমানযাত্রীদের হাত ধরে সোনা আসা বাড়ছে। ২০২২ সালে দুই বিমানবন্দর দিয়ে প্রায় ৫৪ টন সোনা এসেছে, যার বর্তমান বাজারমূল্য ৪৫ হাজার কোটি টাকার বেশি। পরিমাণের দিক দিয়ে ২০২১ সালের তুলনায় গত বছর সোনা আসা বেড়েছে ৫৩ শতাংশ। বিমানযাত্রীরা এসব সোনা এনেছেন বৈধ পথেই, যাত্রী (অপর্যটক) ব্যাগেজ বিধিমালার আওতায়। তবে সোনা আনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসার ওপর প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সোনার বদলে বিদেশফেরত ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা আনলে তা দেশের ব্যাংকব্যবস্থায় যুক্ত হতো। এই মুদ্রা বর্তমান সংকট কাটাতে ভূমিকা রাখত।
বৈদেশিক মুদ্রা ও সোনার মজুত কমেছে ভারতের
ভারতের বৈদেশিক মুদ্রা ও সোনার রিজার্ভ বা মজুত কমেছে। এক সপ্তাহে বৈদেশিক রিজার্ভ কমেছে ২১৬ কোটি মার্কিন ডলার। ২১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক রিজার্ভ কমে ৫৮ হাজার ৪২৫ কোটি ডলারে নেমে এসেছে, যা এর আগের সপ্তাহে ১৬৫ কোটি ডলার বেড়ে ৫৮ হাজর ৬৪১ কোটি ডলারে উঠেছিল। আর সেটি ছিল গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। খবর লাইভমিটন্টের
একই সপ্তাহে ভারতে সোনার মজুতও কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ২৮ এপ্রিল শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। আরবিআইর সাপ্তাহিক তথ্য অনুযায়ী, আগের দুই সপ্তাহে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৮০০ কোটি ডলার বেড়েছে। ভারতে বৈদেশিক রিজার্ভ ২০২১ সালের অক্টোবরে ৬৪৫ বিলিয়ন বা ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে উঠেছিল। এটিই ভারতের সর্বকালের সর্বোচ্চ পরিমাণ রিজার্ভের রেকর্ড।

ইসলামী ব্যাংকের মুনাফা ৬১৬ কোটি টাকা , আয় বাড়ছে শেয়ার প্রতি
বিদায়ী বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিট মুনাফা হয়েছে ৬১৬ কোটি ৭০ লাখ টাকা। আগের বছর অর্থাৎ ২০২১ সালে এ ব্যাংকের নিট মুনাফা ছিল ৪৮০ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২৮ দশমিক ২৮ শতাংশ। এ প্রতিবেদনের আলোকে ২০২২ সালের জন্য শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
পাকিস্তানে মূল্যস্ফীতি আরও বেড়েছে
পাকিস্তানে স্বল্পমেয়াদি মূল্যস্ফীতি ২৭ এপ্রিলে সমাপ্ত সপ্তাহে তার এক বছর আগের তুলনায় ৪৬ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। দেশটির নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করে সাপ্তাহিক ভিত্তিতে মূল্যস্ফীতির এই সেনসিটিভ প্রাইজ ইনডেক্স বা এসপিআই সূচক পাকিস্তানের কর্তৃপক্ষ প্রকাশ করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ওই সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় এসপিআই সূচক শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতির কারণ, পাকিস্তানে খাদ্যের দাম আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ময়দা এবং ময়দাভিত্তিক খাবার, ফল, টমেটো, পেঁয়াজ, মাংস ও রান্নার তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিপাকে ভিয়েতনামের পোশাক ও জুতাশিল্প
চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্য, বিশেষ করে তুলা আমদানিতে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভিয়েতনামে। দেশটির তৈরি পোশাক ও জুতাশিল্পে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ কমে গেছে। যে কারণে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ৯০ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, জিনজিয়াং প্রদেশে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। প্রদেশটি মূলত উইঘুর সম্প্রদায়ের মুসলমান–অধ্যুষিত। অভিযোগের ধারাবাহিকতায় জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন (ইউএফএলপিএ) পাস করে যুক্তরাষ্ট্র। সেই আইন কঠোরভাবে বাস্তবায়ন করে দেশটি। এতে বিপাকে পড়েছে ভিয়েতনাম। চীন অবশ্য বরাবরই দাবি করেছে যে তারা উইঘুর মুসলমানদের জিনজিয়াং প্রদেশে জোর করে আটকে রাখেনি।
আগামী বছর প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার অর্থনীতি আগামী বছর প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারে বলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি বছর শ্রীলঙ্কার অর্থনীতি ২ শতাংশ সংকুচিত হবে। তবে আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।
করোনার আগের অবস্থায় ফিরছে পর্যটন খাত
কোভিড-১৯, তথা করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব খাত, তার মধ্যে অন্যতম একটি হলো পর্যটন খাত। তখন গোটা দুনিয়াতেই পর্যটনশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ধকল কাটিয়ে খাতটি আবার গতি ফিরে পেয়েছে। ফলে বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনশিল্পের বাণিজ্যিক পরিস্থিতি করোনার আগের অবস্থানে ফিরে আসতে শুরু করেছে।
আরও পড়ুনঃ