[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

দারিদ্র্যের হার এখন ১৮.৭% | সারা সপ্তাহের খবর

দারিদ্র্যের হার এখন ১৮.৭% -খবর দিয়ে শুরু করছি আর্থনীতি গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

পাইকারির বঙ্গবাজারে চলছে খুচরা

রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সের ব্যবসায়ীরা সব সময় পাইকারি বেচাকেনাকেই বেশি গুরুত্ব দিতেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর গত বুধবার থেকে খোলা আকাশের নিচে চৌকি পেতে বসেছেন তাঁরা। সেখানে তাঁদের এখন খুচরা বিক্রিতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে। আগুনের ধাক্কা কাটিয়ে ৯ দিন পরে ১২ এপ্রিল থেকে চৌকি পেতে বেচাকেনা শুরু করেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। কিন্তু সেখানে কোনো পাইকারি ক্রেতা আসছেন না। ফলে ঈদের আগে বঙ্গবাজারের ব্যবসায়ীদের খুচরা বেচাকেনাতেই নির্ভর করতে হচ্ছে।

নিউ সুপার মার্কেটে আগুনে এক দিনেই কয়েক শ কোটি টাকার ক্ষতি

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় বেচাকেনা করতে পারেননি আশপাশের ৪২টি বিপণিবিতানের ব্যবসায়ীরা। আগুন নেভানোর কাজের সুবিধার্থে সকাল থেকে বিকেল পর্যন্ত এসব বিপণিবিতান বন্ধ ছিল।  রাজধানীর ‘মার্কেট হাব’ হিসেবে পরিচিত এ এলাকার বেশির ভাগ বিপণিবিতানের ব্যবসায়ীরা গতকাল শনিবার তেমন একটা ব্যবসা করতে পারেননি। এতে ঈদের আগে ভরা মৌসুমে এক দিনে কয়েক শ কোটি টাকার ব্যবসার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

দারিদ্র্যের হার এখন ১৮.৭%

 

দারিদ্র্যের হার এখন ১৮.৭% | সারা সপ্তাহের খবর

 

কোভিড ও ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও দেশে দারিদ্র্যের হার কমেছে। দারিদ্র্যের হার এখন ১৮ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ এই তথ্য উঠে এসেছে।  ছয় বছর আগে ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। একই সঙ্গে, দেশে অতি দারিদ্র্যের হারও কমেছে। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার এখন ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। 

বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এ সময়ের আলোচিত ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপ। আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি পাওয়ার গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আদানি গ্রুপ জানিয়েছে, ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) ঝাড়খন্ডের গোড্ডায় তাদের আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সমুদ্রের গভীরে গ্যাসলাইন বসাবে ইরান

সমুদ্রের নিচ দিয়ে ওমান পর্যন্ত গ্যাসের পাইপলাইন নির্মাণ করছে ইরান। সেই পাইপলাইন ভারত পর্যন্ত টেনে নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি। এমভিআইআরডিসি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মুম্বাই আয়োজিত এক বৈঠকে এ কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। 

রাশিয়ার তেল বিক্রি যুদ্ধের আগের পর্যায়ে

পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল বিক্রি অব্যাহত আছে। ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউটের (আইইএ) তথ্যানুসারে, রাশিয়ার মাসিক তেল বিক্রির পরিমাণ ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেছে। সিএনএনের সংবাদে বলা হয়েছে, মার্চে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রির পরিমাণ গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্চে রাশিয়ার দৈনিক তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানির পরিমাণ ছয় লাখ ব্যারেল বেড়েছে। এতে গত মাসে তেল ও তেলজাত পণ্য বিক্রি করে রাশিয়ার আয় হয়েছে প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন বা ১ হাজার ২৭০ কোটি ডলার।

টুইটারের বিজ্ঞাপনী আয় কমবে ২৮ শতাংশ

 

দারিদ্র্যের হার এখন ১৮.৭% | সারা সপ্তাহের খবর

 

২০২৩ সালে বিজ্ঞাপন থেকে টুইটারের আয় ২৮ শতাংশ কমবে। এক তথ্য বিশ্লেষণকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, টুইটারের বিজ্ঞাপন আয় কমার মূল কারণ ইলন মাস্ক। টাইমস অব ইন্ডিয়া ইনসাইডার ইন্টেলিজেন্সের সূত্রে জানিয়েছে, এর আগে তাদের হিসাব ছিল, ২০২৩ সালে বিজ্ঞাপন থেকে টুইটার আয় করবে ৪৭৪ কোটি ডলার। কিন্তু সেই পূর্বাভাস তারা এক-তৃতীয়াংশ কমিয়েছে। এখন তারা বলছে, চলতি বছর বিজ্ঞাপন থেকে টুইটারের আয় হতে পারে ২৯৮ কোটি ডলার।

ইরানে তেল রপ্তানি শুরু করেছে রাশিয়া

রাশিয়া চলতি বছরে প্রথমবারের মতো ট্রেনযোগে ইরানে তেল রপ্তানি শুরু করেছে। তেল খাতের সঙ্গে জড়িত তিনটি সূত্র এবং রপ্তানিসংক্রান্ত তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। রাশিয়ার তেলের যারা নিয়মিত আমদানিকারক, সেসব দেশ আমদানি বন্ধ করার পর মস্কো তেহরানের কাছে নতুন পথে তেল বিক্রি শুরু করল।

আরও পড়ুনঃ

Leave a Comment